প্রতিষ্ঠাতা ও সভাপতির বাণী

সুজলা সুফলা শস্য শ্যামলা নৈসর্গিক শোভামন্ডিত কুমিল্লা জেলার আমাদের এ অপর সম্ভাবনাময় বাংরাদেশের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী গোমতী নদীর উত্তরে উর্বর জনপদের এক প্রত্যন্ত গ্রাম গোপালনগর ।

সেই ব্রিটিশ আমল থেকেই এই গ্রাম শিক্ষা ও সংষ্কৃতিতে এক অনন্য ঐতিহ্যের ধার হয়ে বিশে^র মান চিত্রে উজ্জ¦ল। বর্তমান পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকষে আজ স্বর্ন শিখরে পৌছেছে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সৎ,দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠি।

আধূনিক শিক্ষার উৎকর্ষতার যুগে যোগাযোগ ব্যবস্থার অনুগ্র সরতা সচেতনতার অভাব অর্থনৈতিক সীমাবদ্ধতা,নারী শিক্ষা উন্নয়নের দৃষ্টিভঙ্গির স্বল্পতা ও নিকটতম উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা অধিকাংশ শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা পাশের পর উচ্চ শিক্ষার দ্বার চির তরে বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় নানাহমুখী প্রতিবন্ধকতা দূরীকরন সহ গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের দুর-দূরান্তে শিক্ষা গ্রহন যখন দুঃসপ্ন আর্থিক অস¦চ্ছলতা ও নিরাপত্তার অভাবে অভিভাবকরা যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই নিরক্ষরতার হারকমানো দারিদ্র মুক্ত ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লা জেলার অন্ত:গত ব্রাহ্মণপাড়া, উপজেলা গোপালনগর গ্রামে প্রাকৃতিক মনোরম পরিবেশে ২০০৪ সালে আমরা কয়েকজন বিদ্যুৎসাহী মিলিত হয়ে স্ব- অর্থায়নে গোপালনগর আদর্শ কলেজ প্রতিষ্ঠাকরি।

শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য জীবনে আট টি অভ্যাস গড়ে তোলার জন্য আমি বলবো যথা কার্যকর যোগাযোগ,আগ্রহ , যা বিশ^াস কর তাই কর, সাহস বিনয়,ন¤্রতা, ব্যক্তি সচেনতা ও ভাল আচরন এবং দেখবে তুমি সফল হবেই। এসর্টি কোলরিজ বলেছেন”একজন অলস মানুষ স্বভাবতই খারাপ ” তাই অলসতা পরিহার করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী হতে হবে।

চেষ্টা ও স্বাধনা চালিয়ে যেতে হবে।কাংখিত লক্ষ্যে পৌছতে মাইকেল জর্ডান বলেছেন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা ।আমি আশা করি অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে শ্রেষ্টত্ব অর্জনের পাশাপপাশি তাদের মাঝে সৃজনশীলতা বিকাশের মাধ্যমে সৎ ও নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক হয়ে স্বাধীনতার মন্ত্রে উদ্বৃদ্ধ হয়ে দেশও জাতী গঠনে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে।প্রতিষ্ঠা লগ্ন থেকেই কলেজ গর্ভনিং বডির ঐকান্তিক প্রচেষ্টা ও অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ্য পরিচালনার মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্ধারা বাস্তব ভিত্তিক শিক্ষাদানের ফলে কলেজের ফলাফল বরাবরই সন্তোষ জনক।

তাছাড়া বিভিন্ন শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে উচ্চ শিক্ষার লক্ষ্যে বিভিন্ন ইউনিভাসিটি ও মেডিকেল কলেজ সমুহে ভর্তি হয়েচে ফলে আমাদের এই নিরলস প্রচেস্টায় ষফলতা আমাদেরকে যেমন উজ্জীবিত করে তেমন শিক্ষার্থীও অভিভাবকদের অনুপ্রানিত করে বলে আমার বিশ^াস। ্ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটির অতীত সফলতা ও বর্তমান উন্নয়নের ধারা ও শিক্ষা কার্যক্রম আমাদের শিক্ষার্থীদরে মূল্যবোধ, মানবতাবোধ,শিষ্ঠাচার,কর্তব্যপরায়নতা ও সাংগঠনিক নেতৃত্বদানের গুণাবলীতে ভুষিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি আশাবাদী।

শিক্ষার কাজ মানুষকে আলোকিত করা তাই এই আলোর পথ যাএাকে মহিমান্বিত করার জন্য গোপালনগর আদর্শ কলেজ এর সু- পরিষরের পথ পেরিয়ে বিভেদও সংঘাতের গন্ডি থেকে বেরিয়ে এসে জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এসে শান্তি পুর্ন সুন্দর আগামীর পথে চলতে সভার সহযোগীতা কামনা করছি।

মোহাম্মদ আসাদ উল্লাহ ভুইয়া
অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি
গোপালনগর আদর্শ কলেজ

© All rights reserved © 2024 gac.edu.bd
Design & Developed BY USBD Web