প্রতিষ্ঠানের ইতিহাস

ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মনপাড়া উপজেলা এবং দুলালপুর ইউনিয়নের আদর্শ গ্রামঃ গোপালনগর। সেই গ্রামের এক সবুজ – শ্যামল, ছায়াময়, সুনিবির ও প্রাকৃতিক মনোরোম পরিবেশ শিক্ষকদের নিবির পরিচর্যায় আধুনিক ও স্বয়ংসম্পুর্ন এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষা সাধনার আলোক বর্তিকা বুকে ধারন করে মাথা উচু করে স্ব-গৌরবে দারিয়ে আছে গোপালনগর আদর্শ কলেজ।

কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেনীর পাঠদান কার্যক্রম গ্রহনের মাধ্যমে যাএা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠা. অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আসাদ উল্লাহ ভ’ইয়ার নেতৃত্বে ও অধ্যক্ষ মহোদয়ের সঠিক দিকনির্দেশনা এবং দক্ষ পরিচালনা পর্ষদেও বলিষ্ঠ ভ’মিকা পালনের মাধ্যমে ব্রাহ্মনপাড়া উপজেলার একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জনের সক্ষম হয়েছে।

তাছাড়া শত বাধা বিপত্তিকে মোকাবেলা করে ২০১৯ সালে জেলার একমাএ প্রতিষ্ঠান হিসেবে এমপিও ভুিক্ত লাভ করে এবং এখনো তার গড় ফরাফল ৯৮% ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলাফলের ক্ষেএে এ সাফল্যের ধারা এখন ও অব্যাহত আছে।

কলেজের নাম ——- গোপালনগর আদর্শ কলেজ
প্রতিষ্ঠাকাল —————২০০৪ খ্রি.
অবস্থান ————-গোপালনগর , দুলালপুর,বি-পাড়া, কুমিল্লা।
কলেজ প্রতিষ্ঠাতাবৃন্দ —————- মরহুম এ কে. মফিজ উদ্দিন আহম্মেদ
জনাব মোহাম্মদ আসাদ ইল্লাহ ভুইয়া
মরহুম গোলাম সারোয়ার শাহজাহান
জনাব এড. রফিকুল ইসলাম আখন্দ ফিরোজ
বর্তমান অধ্যক্ষ ———————মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল
শিক্ষাবোর্ড কর্তৃক পাঠদান অনুমতি —————– ২০০৭-২০০৮
একাডেমিক স্বীকৃতি —————————০১ জুলাই ২০১১
কলেজ কোড ৮০৩৩
লাইব্রেরী ০১ টি
আতয়ন ০১ একর
বইয়ের সংখ্যা ২৫,০০টি
একাডেমিক ববন ০২টি
কম্পিউটার ল্যাব ০১টি
শ্রেনীকক্ষ ০১টি
বিজ্ঞানাগার ০১টি
অধ্যক্ষের কার্যালয় ০১টি
শিক্ষক ১৬ জন
শিক্ষক মিলনায়তন ০১টি
ছাত্র-ছাত্রী ৩২৫জন
অফিস কক্ষ ০১টি
অফিসসহকারী ০১জন
সেমিনার কক্ষ ০১টি
এম এল.এস.এস ০৪জন

© All rights reserved © 2024 gac.edu.bd
Design & Developed BY USBD Web